দেশজুড়ে

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৬ মে) সকালে উল্লাপাড়ার বোয়ালিয়া পেট্রল পাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত আজাদ জেলার সলঙ্গা থানার চক ছবিলা গ্রামের মৃত সোবাহানের ছেলে।

কয়েকজন পথচারীর সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে বোয়ালিয়া পেট্রল পাম্প এলাকায় একটি তেলবাহী লরির সঙ্গে আজাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ওই রোগীকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সোমবার সকালে সিএনজিচালিত অটোরিকশায় একজনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। পরে হাসপাতালে মরদেহ রেখে তারা চলে যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতে পরিচয় আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। তিনি সলঙ্গা থানার চক ছবিলা গ্রামের আবুল কালাম আজাদ।

এমআরআর/এমএস