দেশজুড়ে

জামালপুরের শ্রেষ্ঠ সহকারী কমিশনার হলেন ওয়াসীমা নাহাত

ভূমি সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় জামালপুরের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নির্বাচিত হয়েছেন সরিষাবাড়ী উপজেলার এসিল্যান্ড ফাইযুল ওয়াসীমা নাহাত।

শ্রেষ্ঠত্বের বিষয়টি সোমবার (১৬ মে) বিকেলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন ফাইযুল ওয়াসীমা নাহাত নিজেই।

তিনি বলেন, এমন কৃতিত্বে সত্যিই গর্বিত। এমন কৃতিত্বে জেলা প্রশাসকসহ সব কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। বিশেষ করে উপজেলা ভূমি অফিসসহ সব ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা পাশে ছিলেন বলেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছি।

ময়মনসিংহ জেলার বাসিন্দা ফাইযুল ওয়াসীমা নাহাত ২০১৪ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেনারি বিভাগে স্নাতক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন বিভাগে মাস্টার্স সম্পন্নের পর ৩৫তম বিসিএস দিয়ে ২০২০ সালের ৩১ আগস্ট সরিষাবাড়ীতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন।

মো. নাসিম উদ্দিন/এসজে/এএসএম