জোকস

আজকের জোকস: পরিবার পরিকল্পনা

পরিবার পরিকল্পনাজামাল: ভাই আপনার ছেলে-মেয়ে কয়টি?বাবুল: বেশি না ভাই, মাত্র দশটা।জামাল: বলেন কি, আপনার দশটা ছেলে-মেয়ে! পরিবার পরিকল্পনা করেন নাই?বাবুল: হ্যাঁ, আমার তো পরিকল্পিত পরিবার। দু’টির বেশি একটিও নয়।জামাল: তাহলে দশটি সন্তান হলো কী করে?বাবুল: আমার বউ পাঁচটা।

****

আখ চাষএকদিন মিনা পার্কে ঘুরতে গেল। হঠাৎ পার্কের নোটিশ বোর্ডের একটি লেখায় তার চোখ আটকে গেল। সেখানে লেখা, ‘গাছের গায়ে প্রেমিকের নাম খোদাই করার বদলে নিজের প্রেমিকের নামে একটি গাছ লাগাও।’

কথাটি মিনার মনের গভীরে গিয়ে তীরের মতো আঘাত করলো। মিনা অনেক ভেবে তার প্রেমিকের সংখ্যা গুনে, শেষে চার বিঘা জমি কিনে তাতে আখের চাষ করে ফেললো!

****

পৃথিবীর শক্তিশালী দুটি নেটওয়ার্কবস: পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুটি নেটওয়ার্ক কী?কর্মী: স্যার, শক্তিশালী নেটওয়ার্ক দুটি হলো-ফিমেল ও ই-মেইল।বস: ব্যাখ্যা করো।কর্মী: স্যার, দুটিই নিমেষে এদিকের সমস্ত খবর ওদিকে ছড়িয়ে দিতে পারে।

কেএসকে/এএসএম