দক্ষ প্রধান শিক্ষক নিয়োগসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে ক্লাস বর্জন করে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে নেত্রকোনার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৭ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিদ্যালয় গেটের সামনের রাস্তা ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করেন কয়েকশ শিক্ষার্থী। পরবর্তীতে শিক্ষকদের আশ্বাসে তারা রাস্তা ছেড়ে বিদ্যালয়ে প্রবেশ করে।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের জায়গায় একজন যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ, নিয়মিত ক্লাস নেওয়া ও দ্রুত সিলেবাস দেওয়া, নিয়মিত পাঠদান কক্ষ পরিষ্কারকরণ, উন্নতমানের টিফিন দেওয়া এবং খেলাধুলার সামগ্রী দেওয়া।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা স্বপ্না রানী সরকার জাগো নিউজকে বলেন, স্কুলের প্রধান শিক্ষিকা ছুটিতে রয়েছেন। শিক্ষার্থীদের পাঁচদফা দাবি লিখিত আকারে আমাদের কাছে জমা দিয়েছে। আমরা সভার মাধ্যমে পরবর্তীতে এসব সমস্যার সমাধান করবো।’
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আকলিমা খাতুন জাগো নিউজকে বলেন, আমি বর্তমানে ময়মনসিংহে বাসায় আছি। চোখের অস্ত্রোপচারের পর পুনরায় ডাক্তার দেখানোর জন্য ছুটি নিয়েছি। বিদ্যালয়ে যাই না এ কথাটি ঠিক নয়, অসুস্থতা নিয়েও আমি ময়মনসিংহ থেকে প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া আসা করছি।’
শিক্ষার্থীদের দাবির বিষয়ে জানতে চাইলে নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান জাগো নিউজকে বলেন, শিক্ষার্থীদের আন্দোলন ও দাবি দাওয়ার কথা শুনেছি। বুধবার আমি বিদ্যালয়ে গিয়ে সবার সঙ্গে আলাপ আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিবো।
এইচ এম কামাল/এসজে/জিকেএস