দেশজুড়ে

ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পঞ্চাশোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হিলি বিরামপুর লাইনের জোয়াল কামড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ওই নারীর পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকার অভিমুখে যাচ্ছিল। উপজেলার জোয়াল কামড়া এলাকায় ওই নারী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।

রেলওয়ে পার্বতীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ থানায় রাখা আছে।

মাহবুবুর রহমান/এসআর/জিকেএস