প্রায় ২৭ মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে মুশফিকুর রহিম করলেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি। আর মাঠের বাইরে তাকে নিয়ে চলমান আলোচনা-সমালোচনার উত্তর দিলেন স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ এক পরামর্শও দিয়েছেন তিনি।
Advertisement
চলতি টেস্ট শুরুর ঠিক আগে মুশফিকের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে আলোচনা শুরু হয়। গুঞ্জন শোনা যায়, অভিজ্ঞ এ ব্যাটারের টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছে বিসিবি। এমনকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও কিছুদিন আগে এ নিয়ে আকারে-ইঙ্গিতে কথা বলেছেন। তবে সংবাদমাধ্যমে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স।
এসব আলোচনার মাঝেই খেলতে নেমে দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের ক্লাবে ঢুকেছেন মুশফিক। একই ইনিংসে ২৭০ বলে করেছেন ক্যারিয়ারের ধীরতম সেঞ্চুরি। এর আগে মুশফিক সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন সেঞ্চুরি। মাঝে ২৭ মাসে আর তিন অঙ্কের দেখা পাননি তিনি।
মুশফিকের এই ইতিহাসগড়ার দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব তার স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি। ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘আমরা হাসি মুখেই বিদায় নেবো ইনশাআল্লাহ! তবে আপনাদের রিপ্লেসমেন্ট (বদলি) আছে তো??? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন হতো!’
Advertisement
A post shared by Jannatul Kefayat Rahim (@jannatul_mondy)
মন্ডির এমন পোস্টের পর উঠে আসছে নানান প্রশ্ন। ক্রিকেটপ্রেমীদের একাংশের প্রশ্ন, তাহলে কি টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেবেন মুশফিক? গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারসেরা দেড়শ রানের ইনিংস খেলার পর মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট থেকে অবসর নেন। মুশফিকও একই পথে হাঁটবেন কি না সেটিই দেখার!
এসএএস/আইএইচএস/
Advertisement