নেত্রকোনার খালিয়াজুরীতে বজ্রপাতে জাকারুল মিয়া (৩৫) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টায় উপজেলার সাতগাঁও হাওরে এ ঘটনা ঘটে।
নিহত জাকারুল মিয়া আটপাড়া উপজেলার ইকরহাটিয়া গ্রামের আক্কেব আলীর ছেলে। কিছুদিন ধরে মেন্দিপুর ইউনিয়নের খলাপাড়া গ্রামে শ্বশুর আব্দুল জলিলের বাড়িতে থেকে ধান কাটার কাজ করছিলেন তিনি।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, জাকারুলসহ কয়েক শ্রমিক সাতগাঁও হাওরে ধান কাটছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
খালিয়াজুরীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসিন খন্দকার জানান, নিহতের পরিবারকে উপজেলা প্রশাসন থেকে ১৫ হাজার টাকা সহায়তা দেয়া হবে।
এইচ এম কামাল/এএইচ/জেআইএম