দেশজুড়ে

জয়পুরহাটে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাটে অস্ত্র মামলায় একজনকে যাবজ্জীবন ও আরেক জনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সরোয়ার আসামিদের অনুপস্থিতে এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মাসুদুর রহমান সুজন (৪০)। তিনি কালাই উপজেলার তালুকদার পাড়ার চপল আবু কায়সারের ছেলে। অপরদিকে সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান সুমন (৩৫)। তিনি ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালের ৭ এপ্রিল বিকেলে মাসুদুর রহমান সুজনের দেহ তল্লাশি করে একটি পিস্তল ও ম্যাগাজিন এবং মোস্তাফিজুর রহমান সুমনের দেহ তল্লাশি করে তাজা গুলি উদ্ধার করে র‌্যাব। পর দিন এ ঘটনায় একটি হয়। মামলার দীর্ঘ শুনানি শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, রায়ে সরকার পক্ষ সন্তুষ্ট। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে রায় কার্যকর করার দাবি করছি।

রাশেদুজ্জামান/আরএইচ/এমএস