দেশজুড়ে

যশোর সীমান্তে ১২৪ পিস স্বর্ণের বারসহ যুবক আটক

যশোরের চৌগাছা সীমান্ত এলাকা থেকে ১২৪ পিস স্বর্ণের বারসহ শাহ আলম (৩৫) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১৯ মে) সকালে উপজেলার শাহজাদপুরের শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ জানান, মোটরসাইকেলে করে কৃষকের বেশে যাচ্ছিলেন শাহ আলম। সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করে বিশেষভাবে লুকানো ১২৪ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি আরও ছয়বার স্বর্ণের বার পাচার করেছেন বলে স্বীকার করেছেন। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ১৪ দশমিক ৪৫০ কেজি। যার আনুমানিক বাজার মূল্য দশ কোটি এগার লাখ পঞ্চাশ হাজার টাকা।

তিনি আরও জানান, জব্দ স্বর্ণের বার ও আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মিলন রহমান/আরএইচ/এএসএম