চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানবাজারে কাঁঠাল ভাঙতে বলায় গৃহকর্মীর দায়ের কোপে মর্জিনা বেগম নামের এক গৃহকর্ত্রী নিহত হয়েছেন।
সোমবার (২৩ মে) সকাল ৮টার দিকে আমানবাজার রসু মসজিদ সংলগ্ন বাহাদুর জমিদার বাড়িতে এ ঘটনা ঘটে। দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
এ ঘটনায় সনজিতা (৩৫) নামের ওই গৃহকর্মীকে আটক করেছে পুলিশ । নিহত মর্জিনা বেগম (৫০) ওই এলাকার শহীদুল হকের স্ত্রী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জাগো নিউজকে বলেন, মাথায় আঘাত পাওয়া মর্জিনা বেগমকে হাসপাতালে আনা হলে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, কাঁঠাল ভাঙতে বলায় কথা কাটাকাটির জের ধরে গৃহকর্মী বাসার গৃহকর্ত্রীর মাথায় দা দিয়ে কোপ দেন। এতে গুরুতর জখম হন গৃহকর্ত্রী। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে তিনি মারা গেছেন বলে শুনেছি। এ ঘটনায় গৃহকর্মী সনজিতাকে আটক করা হয়েছে।
ইকবাল হোসেন/বিএ/এমএস