কক্সবাজারের চকরিয়ায় বনের জমি দখল-বেদখল নিয়ে ডাকাত দলের দু'পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আমির হোসেন (৪০) নামের এক ডাকাত নিহত হয়েছেন।
সোমবার (২৩ মে) দিনগত রাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমির ডুলাহাজারার পূর্ব ডুমখালী গ্রামের মৃত কবির আহমেদের ছেলে।
স্থানীয়রা জানান, বনবিভাগের জমি দখল নিয়ে সোমবার রাতে দুইগ্রুপ মুখোমুখি হয়। এতে প্রতিপক্ষের গুলি ও ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলে একজন নিহত হন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জাগো নিউজকে বলেন, শুনেছি বনের জমির দখল-বেদখল নিয়ে ডুমখালী বাজারে আসে ডাকাত আবদুর রহমানের গ্রুপ। সেখানে আগে থেকে উপস্থিত ছিল আরেক ডাকাত আমির হোসেনের গ্রুপ। দুদল মুখোমুখি হলে সংঘর্ষ হয়। এ সময় রহমান গ্রুপের লোকজন আমির হোসেনকে কুপিয়ে হত্যা করে।
ওসি আরও বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। মরদেহ উদ্ধার করে চকরিয়া থানায় আনা হয়। এলাকার পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। অপরাধী ধরতে অভিযান চলমান।
সায়ীদ আলমগীর/এসজে/জিকেএস