দেশজুড়ে

দেশীয় অস্ত্রসহ ‘পিচ্চি মিজানকে’ পুলিশে দিলো এলাকাবাসী

নারায়ণগঞ্জের ফতুল্লায় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে দেশীয় অস্ত্রসহ ‘সন্ত্রাসী’ মিজান ওরফে পিচ্চি মিজানকে (৩৮) আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।

মঙ্গলবার (২৪ মে) বিকেলে মাসদাইর কবরস্থান সংলগ্ন একটি গোডাউন থেকে তাকে আটকের পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। আটক মিজান ফতুল্লা থানার মাসদাইর পাকাপুল এলাকার আফজাল হোসেনের ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জাগো নিউজকে বলেন, স্থানীয় এলাকাবাসী দেশীয় অস্ত্র চাপাতি, রামদা, ছুরিসহ পিচ্চি মিজানকে আটক করে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। খবর পেয়ে অস্ত্রসহ তাকে আটকের পর থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/এএসএম