মানিকগঞ্জের ঘিওর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ মে) দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী কে এম নুরুল হুদা রুবেল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলামের বাড়ি ঘিওর উপজেলার শাকরাইল এলাকায়। নির্যাতিতা ওই স্কুলছাত্রী একই উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়তো।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২ আগস্ট বিদ্যালয়ের যাওয়ার সময় ওই স্কুলছাত্রীকে জোর করে তুলে নিয়ে যান সাইফুল ইসলাম। পরে ওই ছাত্রীকে ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণ করেন তিনি। ঘটনার দিন সন্ধ্যায় নির্যাতিতা বাড়ি ফিরে স্বজনদের বিষয়টি জানালে তার বাবা বাদী হয়ে ঘিওর থানায় ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
ঘিওর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আবু তালেব তদন্ত শেষে ২০১৫ সালের ১৫ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন। পরে মামলায় নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে বুধবার এ রায় ঘোষণা করেন বিচারক।
বি.এম খোরশেদ/এমআরআর/জেআইএম