যুক্তরাজ্যে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। দেশটিতে প্রথম বারের মতো গড়ে প্রতি লিটার পেট্রলের দাম বেড়ে এক দশমিক ৭০ ইউরোতে দাঁড়িয়েছে। মোটর সংস্থা আরএসি এ তথ্য প্রকাশ করেছে। বুধবার (২৫ মে) রাশিয়ার সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
Advertisement
দেশটিতে গত সোমবার প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়ায় এক দশমিক ৬৯ ইউরো বা দুই দশমিক ১২ ডলারে, যা গত সপ্তাহের এক দশমিক ৬৮ ডলারের চেয়ে বেশি। তবে গড়ে ডিজেলের দাম প্রতি লিটার এক দশমিক ৮১৩৭ ইউরোতে নেমে এসেছে।
আরএসি জ্বালানির মুখপাত্র সাইমন উইলিয়ামসের বলেন, পেট্রোলের দাম আরেকটি দুর্ভাগ্যজনক অবস্থানে চলে এসেছে। এমন পরিস্থিতিতে মানুষের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে বলেও জানান তিনি।
উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই যুক্তরাজ্যে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। করোনা মহামারির পর থেকেই দেশটিতে মূলত মূল্যস্ফীতি শুরু হয়। সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয় ইউক্রেনে রাশিয়ার হামলার পর। মস্কোর ওপর নিষেধাজ্ঞার ফলে পণ্যের মূল্য আকাশচুম্বী হয়েছে।
Advertisement
চলতি মাসে যুক্তরাজ্যের সরকার জ্বালানির ওপর পাঁচ শতাংশ শুল্ক কমায়। তারপরও দেশটিতে পেট্রলের দামে লাগাম টানা যাচ্ছে না।
উইলিয়ামস যুক্তরাজ্যের কর্তৃপক্ষকে পরিবার, ব্যবসার ও গাড়ির চালকদের ওপর চাপ কমাতে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এমএসএম/জেআইএম
Advertisement