সম্মিলিত উদ্যোগে সংগৃহীত অর্থে একটি মিনি এসি কোস্টার কিনেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষকরা।
Advertisement
বুধবার (২৫ মে) বিকেল সোয়া ৪টার দিকে গাড়িটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে হস্তান্তর করে সরবরাহকারী প্রতিষ্ঠান টয়োটা কোম্পানি।
এর আগে উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরাসহ শিক্ষকরা গাড়িটি পর্যবেক্ষণ করেন এবং চড়ে ঘুরে আসেন।
শিক্ষকদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপাচার্য মাহমুদ হোসেন বলেন, এ ধরনের সম্মিলিত উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে কল্যাণমূলক অনেক কিছুই অর্জন সম্ভব। গাড়িটি পরিবহন পুলে হস্তান্তর করায় পরিবহন সমস্যা অনেকটা দূর হবে।
Advertisement
এ সময় পরিবহন পুলের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর/জেআইএম