বিনোদন

ওজন কমাতে বার্বি ডলের কৌশল

বলিউডের নায়িকা মানেই ছিপছিপে গড়নের অধিকারী। যত বেশি স্লিম, তত বেশি সুন্দর ও ফিট- এমনটাই বলিউডের ট্রেন্ড। এ জন্য বলিউডের শীর্ষ নায়িকারা শত ব্যস্ততার মাঝেও নিয়মিত জিমে যাওয়াটাকে প্রাধান্য দিয়ে থাকেন।কিন্তু এই ফিগার ধরে রাখার চর্চায় সম্প্রতি পিছিয়ে পড়েছিলেন বলিউডের বার্বি ডল ক্যাটরিনা কাইফ। শুটিংয়ে কাঁধে চোট পাওয়ায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেশ কয়েক মাস ধরে রেস্টে আছেন ক্যাটরিনা। আর এর ফলে নাকি বেশ কিছুটা ওজন বাড়িয়ে ফেলেছেন তিনি।তবে পর্দায় দর্শকদের হতাশ করবেন না ক্যাটরিনা। জানা গেছে, জিমে যেতে না পারলেও বিকল্প কৌশল হিসেবে খাবার মেন্যুতে বেশ রদবদল করেছেন তিনি।ওজন বাড়ার কারণে বলিউডের এই বার্বি ডল ইদানীং ‘ম্যাকরো-বায়োটিক ডায়েট’ করছেন। প্রতি দুই ঘণ্টা অন্তর তিনি খাচ্ছেন কিছু স্পেশাল খাবার। এভাবে কিছুটা ওজন কমিয়েও ফেলেছেন তিনি।