পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ফিরোজ সিকদার (২৭) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় নিখোঁজ হন তিনি। ফিরোজ পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মৃত মিলন সিকদারের ছেলে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন সাব-ইনস্পেক্টর মো. সাফায়েত হোসেন জানান, দুপুরে পুলিশের কাছে সহযোগিতা চাইলে প্রাথমিক খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রায় ৪ ঘণ্টা পরও তার সন্ধান পাওয়া যায়নি।
খেপুপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইলিয়াস জাগো নিউজকে জানান, আমাদের টিম, ট্যুরিস্ট পুলিশ যৌথভাবে কাজ করতেছি। না পেয়ে পটুয়াখালী থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে গভীর সমুদ্রে সন্ধান অভিযান চলবে।
আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/এএসএম