দিনাজপুরে গাছ থেকে লিচু নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সিয়াম (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ মে) বিকেল ৫টার দিকে সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের নুলাইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। সিয়াম নুলাইবাড়ী এলাকার সাইদুর রহমানের ছেলে। সে মোস্তান বাজার এলাকার হলি টাচ্ পাবলিক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, বিকেলে কয়েকজন বন্ধ নিয়ে সিয়াম শাহাদত হোসেনের ঝাড়ুয়া দিঘিতে গাছ থেকে লিচু নামানোর কাজের যায়। এক পর্যায়ে একটি গাছের সঙ্গে আটকানো বৈদ্যুতিক তার স্পর্শ করলে সিয়াম বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেখপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোমিনুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।
এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম