টানা দুই ম্যাচ হেরে দারুণ চাপে রয়েছে বাংলাদেশ। অথচ প্রথম দুই ম্যাচ জিতে দারুণ ফুরফুরে মেজাজে ছিল টাইগাররা। তবে এই চাপ সাময়িক বলে জানালেন দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এশিয়া কাপের আগে এসব ব্যাপার কাটিয়ে উঠতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘এশিয়া কাপ শুরু হতে এখনও একমাস বাকি। তার আগে আমরা নিজেদের নিয়ে কাজ করতে পারব। বাংলাদেশের জন্য খেলতে নামলে হারটা অবশ্যই হতাশাজনক। বাংলাদেশের জার্সি গায়ে হারতে কারও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। আমাদের হাতে যেহেতু সময় আছে, এই ব্যাপারটি কাটিয়ে উঠতে পারব। ভুলগুলো ঠিক করার চেষ্টা করব।’এশিয়াকাপ এবং বিশ্বকাপের আগে প্রায় একমাস সময় হাতে থাকায় এই হারের প্রভাব তেমন থাকবে না বলে জানান অধিনায়ক মাশরাফি। যদিও সবকিছুকেই নেতিবাচক দৃষ্টিতে নিতে নারাজ তিনি। হারের মাঝেও কিছু ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন। এশিয়াকাপের আগেই নিজেদের গুছিয়ে নেবার আশা জানিয়ে মাশরাফি আরও বলেন, ‘কিছু জায়গায় অবশ্যই ভালো হয়েছে। কেউ কেউ ভালো করেছে। আবার কিছু ব্যাপার আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। এশিয়া কাপের আগে বড় চ্যালেঞ্জ থাকবে এটাই। এখনও ৩-৪ সপ্তাহ সময় আছে এগুলো ঠিক করে নেয়ার। টি-টোয়েন্টি সংস্করণে হয়ত সবদিন সবকিছু ঠিক হবে না; কিন্তু বেশির ভাগ দিনই যেন আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, সেভাবে কাজ করতে হবে।’আরটি/আইএইচএস/এমএস