দিনাজপুরের পুনর্ভবা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র ইফতি রহমানের (১৫) মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা।
শনিবার (২৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে নদী থেকে রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।
এর আগে দুপুর ১২টার দিকে লালবাগ গোরস্তানের পাশে পুনর্ভবা নদীর পানিতে ডুবে যায় ইফতি।
ইফতি লালবাগ এলাকার সাইফুর রহমানের ছেলে। সে দিনাজপুর চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র।
দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র কর্মকর্তা মেহফুজ তানজির জানান, ইফতির নানা ইদ্রিস আলী লালবাগ সংলগ্ন একটি লিচু বাগানে আগাছা পরিষ্কারের কাজ করছিলেন। এসময় ইফতি নানার কাছে আসলে তিনি কাজে সহযোগিতার জন্য বলেন। কিন্তু সে নানার কথা না শুনে পুনর্ভব নদীতে গোসলে নেমে পড়ে। এক পর্যায়ে নদীতে সে তলিয়ে যায়। পরে রংপুর থেকে ডুবুরিদল এসে তাকে উদ্ধার করে।
এমদাদুল হক মিলন/আরএইচ/জেআইএম