দেশজুড়ে

সাতক্ষীরায় ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ মুকুন্দ সানা (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব সদস্যরা।

শনিবার (২৮ মে) সাতক্ষীরা র‌্যাব-৬ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটক মুকুন্দ সানা একই উপজেলার একড়া গ্রামের বাছের সানার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত ১টার দিকে কলারোয়ার জালালাবাদে অভিযান চালায় র‌্যাব-৬ এর একটি দল। এ সময় একটি ওয়ান শুটারগানসহ মুকুন্দ সানাকে আটক করা হয়। তাকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আহসানুর রহমান রাজীব/এসজে/জেআইএম