দেশজুড়ে

দিনাজপুরে স্ত্রীকে কোপানোর পর স্বামীর আত্মহত্যা

দিনাজপুরে স্ত্রীর পায়ে ধারালো বটির কোপ দিয়ে হত্যাচেষ্টা চালিয়ে মুক্তার আলী মণ্ডল (৪০) নামে এক ব্যক্তি নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (২৯ মে) দুপুরে শহরের রামনগর মহল্লায় এলাকায় এই ঘটনা ঘটে।

মুক্তার আলী মণ্ডল নওগাঁর পত্মীতলা উপজেলার মদইন গ্রামের সিরাজ মণ্ডলের ছেলে এবং পেশায় একজন স্টেশনারি ব্যবসায়ী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে দিনাজপুর রামনগর এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছিলেন।

পুলিশ জানায়, রোববার দুপুরে মুক্তার আলী মণ্ডলের সঙ্গে তার স্ত্রী মোতাহীরা আক্তারের (৩৫) তাদের স্টেশনারি দোকানে বসা নিয়ে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মুক্তার বাড়িতে থাকা একটি ধারালো বটি দিয়ে স্ত্রীর পায়ে কোপ বসিয়ে দেন। এসময় এলাকাবাসী মোতাহীরাকে আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

এই ঘটনার পরে স্বামী নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তবে স্ত্রী মোতাহীরা আক্তার জানিয়েছেন, তার স্বামী মুক্তার মণ্ডলের মানসিক সমস্যা ছিল।

দিনাজপুর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এমআরআর/জিকেএস