মেষ: মাত্রাছাড়া উত্তেজনা থেকে বিপত্তির আশঙ্কা। সময়োচিত সিদ্ধান্তে ব্যবসায় জটমুক্তি। গুরুজনের চিকিৎসা-বিভ্রাটে হয়রানি ও বহু ব্যয়।বৃষ: অত্যধিক উচ্চভিলাষ পরিতাপের কারণ হয়ে উঠতে পারে। বিষয়সম্পত্তি নিয়ে মামলায় অনুকূল ফলের ইঙ্গিত। পানিপথে ভ্রমণে বিপদের আশঙ্কা।মিথুন: কর্মক্ষেত্রে অশান্তির অবসান। দাম্পত্য জীবনে শান্তি ও সাংসারিক শ্রীবৃদ্ধি।কর্কট: শেয়ারে আপাতত বাড়তি লগ্নি না-করাই ভালো। কর্মসূত্রে দূরসফরের সুযোগ। নিজস্ব কৌশলে কর্মস্থলে সমস্যা মিটিয়ে বাহবা জুটতে পারে।সিংহ: বৃত্তিগত প্রশিক্ষণের সূত্রে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা। সুযুক্তির জোরে বিতর্কে জিততে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে আইনি সমস্যা।কন্যা: অসতর্কতায় শুভ যোগ ব্যর্থ হতে দেয়া উচিত হবে না। হারানো দ্রব্যার্থ পুনরুদ্ধারের সম্ভাবনা।তুলা: শত্রুর উৎপীড়নের মোকাবিলায় আইনি পরামর্শ। পুরনো শেয়ার সূত্রে প্রাপ্তিযোগ। কর্মসমস্যার সমাধান হয়ে যেতে পারে।বৃশ্চিক: দীর্ঘ প্রতীক্ষার পরে কর্মক্ষেত্রে পদোন্নতির ইঙ্গিত। সময়োচিত ব্যবস্থা নিয়ে পারিবারিক সমস্যার মোকাবিলা। অতি উদ্যম সংযত করাই ভালো।ধনু: কুচক্রী সহকর্মীদের জোটবদ্ধ শত্রুতা সত্ত্বেও অগ্রগতি। আত্মীয়দের সঙ্গে মতবিরোধ। প্রেমপ্রণয়ে আঘাত আসতে পারে।মকর: ব্যবসায় বাড়তি বিনিয়োগ থেকে বিরত থাকাই সমীচীন। সম্পত্তি ক্রয়ের উদ্দেশ্যে বাড়তি সঞ্চয়ের উদ্যোগ। পরিবারে নতুন অতিথি আগমনের সংবাদ মিলতে পারে।কুম্ভ: বাজারের গতিপ্রকৃতি না-বুঝে বিনিয়োগ করলে ঠকতে হতে পারে। কোনো স্ত্রীলোকের কাছ থেকে সহায়তা পেতে পারেন।মীন: প্রতিবাদী মনোভাবের জন্য কর্মক্ষেত্রে জটিলতা বাড়বে। বিষয়সম্পত্তি রক্ষণাবেক্ষণ নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্য। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে সমস্যায় কাজকর্মে বাধা।