মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগস্টিক সেন্টারের প্যাথলজি রুমে ওষুধের ফ্রিজে কাঁচা মাছ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৩০ মে) বিকেলে উপজেলার মিতরা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
তিনি বলেন, মিতরা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের প্যাথলজি রুমের ওষুধের ফ্রিজে প্লাস্টিকের বাটির মধ্যে কিছু কাটা মাছ পাওয়া যায়। একই সঙ্গে টেবিলে মেয়াদোত্তীর্ণ ওষুধের বোতল পাওয়া যায়। এসব কারণে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
বি এম খোরশেদ/এসআর/এএসএম