সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরের পানিতে ডুবে সোহান (৬) ও আফরোজা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু সোহান ইউনিয়নের পেকপাড়া গ্রামের ফরিদ আলী ছেলে ও আফরোজা বাঁশতলা গ্রামের আবুল হোসেনের মেয়ে। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাইবোন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাড়ির উঠানে দুই শিশু খেলাধুলা করছিল। হঠাৎ দুই শিশু উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পূর্বপাশের পুকুরে তাদের দেহ ভাসতে দেখেন পরিবারে সদস্যরা। মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জাগো নিউজকে তিনি বলেন, ‘খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পারিবারের কাছে হস্তান্তর করা হয়।’
লিপসন আহমেদ/এসজে/এএসএম