দেশজুড়ে

জমি লিখে না দেওয়ায় মা-বাবাকে মারধরের অভিযোগ

নড়াইলের লোহাগড়ায় জমি লিখে না দেওয়ায় মা-বাবাকে মারধরের অভিযোগ উঠেছে দুই ছেলেদের বিরুদ্ধে।

এ ঘটনায় মঙ্গলবার (৩১ মে) বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তারা। ভুক্তভোগী আ. কুদ্দুস শেখ (৫০) ও স্ত্রী নাহার বেগম (৪৫) মল্লিকপুর ইউনিয়নের দোয়া মল্লিকপুর গ্রামের বাসিন্দা।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কুদ্দুস শেখ ও স্ত্রী নাহার বেগম দম্পতির দুই ছেলে বিল্লাল শেখ ও নুরনবী শেখ। জমি লিখে দেওয়ার জন্য প্রায় সময় তারা মা-বাবাকে মারধর করতেন। মঙ্গলবার (৩১ মে) সকাল ১০টার দিকে জমি লিখে দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে দুই ছেলের বাগবিতণ্ডা হয়। এ সময় ছেলে বিল্লাল ও নুরনবী মা-বাবাকে মারধর করেন। তাদের রক্ষা করতে এগিয়ে আসলে বোন নিপা ও সোনালী খানমকে তারা মারধর করেন।

কুদ্দুস শেখ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলেরা তাদের স্ত্রীর পরামর্শে ও প্রতিবেশী মাহাবুর শেখের সহযোগিতায় আমাকে জমি লিখে দিতে বলে। আমি জমি লিখে না দিলে মঙ্গলবার সকালে ছেলেরা আমাকে গলাচেপে ধরে মারধর করে। আমার স্ত্রী নাহার বেগমকে চুলের মুঠি ধরে বেধড়ক মারতে থাকে। এমনকি আমার মেয়েরা ঠেকাতে গেলে মারধর থেকে তারাও বাদ যায়নি। মাহাবুর শেখও আমাকে মারধর করেছে।’

অভিযুক্ত প্রতিবেশী মাহাবুর শেখ বলেন, ‘আমি বাবা-ছেলেদের ঝামেলা মিটাতে যাই। এ সময় যেয়ে কুদ্দুসকে একটা চড় দিয়েছি মাত্র।’

কুদ্দুসের ছেলে বিল্লাল ও নুরনবী মারধরের কথা অস্বীকার করে বলেন, ‘আমরা বাবা-মায়ের কাছে আমাদের সবার জমাজমি ভাগ করে দেওয়ার কথা বলেছি মাত্র।’

লোহাগড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুহুল আমিন জাগো নিউজকে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় জাগো নিউজকে বলেন, ‘এ ধরনের ন্যক্কারজনক ঘটনার কোনো ছাড় দেওয়া হবে না। তদন্ত করে অভিযুক্ত ছেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হাফিজুল নিলু/এসজে/জেআইএম