দেশজুড়ে

কুষ্টিয়ায় ২ চালকল মালিকের লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ায় দুই চালকল মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ জুন) দুপুরে শহরের খাজানগর এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস।

আদালত সূত্র জানায়, বস্তায় নকল লেভেল লাগিয়ে চাল বিক্রির অপরাধে নিউ বনফুল ও নিউ ফোর স্টার রাইচ মিলকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সমেয় দুটি প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন না থাকা ও একটি প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় তাদের সাড়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস ছালাম তরফদার, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাধন কুমার বিশ্বাস বলেন, চালের বাজার অস্থির বাজার নিয়ন্ত্রণে কাজ করছে জেলা প্রশাসন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আল-মামুন সাগর/আরএইচ/জিকেএস