দেশজুড়ে

পাটগ্রামে চেকের মামলায় ইউপি সদস্য কারাগারে

চেক প্রতারণা মামলায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জাহিদুল ইসলাম জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ জুন) দুপুরে জাহিদুল ইসলাম জাহিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ২০১৭ সালে পাটগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কোটতলী এলাকার ব্যবসায়ী হাসান শরীফ জুয়েলের কাছে দুই লাখ টাকা ধার নেন জাহিদুল ইসলাম জাহিদ। টাকার জন্য তাগাদা দিয়েও তিনি সে টাকা ফেরত পাননি। পরে জুয়েলকে জনতা ব্যাংকের একটি চেক লিখে দেন তিনি। চেক নিয়ে টাকা তুলতে গিয়ে দেখা যায় ওই হিসাব নম্বরে প্রয়োজনীয় টাকা নাই।

পরে ২০১৯ সালে লালমনিরহাট আদালতে ডিজনারের মামলা করেন। আদালত শুনানি শেষে টাকা উদ্ধারে চলতি বছরের এপ্রিল মাসে ছয় মাসের সাজা দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের সাজা ও গ্রেফতার পরোয়ানার নির্দেশ পাটগ্রাম থানায় আসলে পুলিশ ৩১ মে পাটগ্রাম বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার  করে। মামলার বাদী হাসান শরীফ জুয়েল জানায়, ধার দেওয়া টাকা চাইলে তিনি একটি চেক দেন। কিন্তু ওই চেকের একাউন্টে কোন টাকা না থাকায় আমি আদালতে মামলা করি।

জোংড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবর রহমান জাগো নিউজকে বলেন, ‘চেক ডিজনার মামলায় আদালতের রায়ে সাজা হয় ইউপি সদস্য জাহিদের। শুনেছি এজন্য পুলিশ তাকে গ্রেফতার করেছে।’

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি জাহিদুল ইসলাম জাহিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মো. রবিউল হাসান/আরএইচ/জিকেএস