মদ্যপ অবস্থায় স্ত্রী ও সন্তানদের মারধর করে বাড়ি থেকে বেড় করে দেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিশ্বনাথ সরেন (৪৮) নামে এক ব্যক্তি। এ ঘটনায় তাকে পুলিশে দিয়েছেন স্ত্রী মনিকা হাঁসদা।
বুধবার (১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বিন্যাগাড়ী থামাকুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিযুক্ত বিশ্বনাথ সরেন মদ খেয়ে তার স্ত্রী ও সন্তানদের মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় স্ত্রী মনিকা হাঁসদা থানায় অভিযোগ করলে তাকে আটক করা হয়।
ওসি বলেন, দুপুরে বিশ্বনাথ সরেনকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলমের কাছে হাজির করা হয়। এসময় মাদক সেবন ও স্ত্রী সন্তানদের মারধর করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।
মো. মাহাবুর রহমান/এমআরআর/এএসএম