দেশজুড়ে

পাবনায় বাস উল্টে প্রাণ গেলো দুই নারীর

পাবনায় যাত্রীবাহী বাস উল্টে দুই নারী নিহত হয়েছেন। এসময় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- সুজানগর উপজেলার চর গোলাই মধ্যপাড়ার আবুল কালাম আজাদের মেয়ে সুলতানা কনিকা (২৭) ও সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বৃহস্পতিপুর গ্রামের মন্টু শেখের স্ত্রী মোর্শেদা খাতুন (৭০)।

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে আতাইকুলার পাবনা-নগরবাড়ি মহাসড়কের মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাহজাদপুর থেকে একটি যাত্রীবাহী বাস পাবনা আসছিল। বাসটি পাবনা-নগরবাড়ি মহাসড়কের মধুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং সাতজন গুরুতর আহত হন।

আমিন ইসলাম জুয়েল/এমআরআর/জিকেএস