পাবনায় যাত্রীবাহী বাস উল্টে দুই নারী নিহত হয়েছেন। এসময় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- সুজানগর উপজেলার চর গোলাই মধ্যপাড়ার আবুল কালাম আজাদের মেয়ে সুলতানা কনিকা (২৭) ও সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বৃহস্পতিপুর গ্রামের মন্টু শেখের স্ত্রী মোর্শেদা খাতুন (৭০)।
বৃহস্পতিবার (২ জুন) দুপুরে আতাইকুলার পাবনা-নগরবাড়ি মহাসড়কের মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহজাদপুর থেকে একটি যাত্রীবাহী বাস পাবনা আসছিল। বাসটি পাবনা-নগরবাড়ি মহাসড়কের মধুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং সাতজন গুরুতর আহত হন।
আমিন ইসলাম জুয়েল/এমআরআর/জিকেএস