দেশজুড়ে

নাটোরে ৫০০ মেট্রিক টন ধান মজুত, জরিমানা ৫০ হাজার

নাটোরের সিংড়ায় তিন গুদামে প্রায় ৫০০ মেট্রিক টন ধান অবৈধভাবে মজুতের অপরাধে একটি চালকলের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) দুপুর দেড়টায় উপজেলার হাতিয়ান্দহ বাজারে সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার হাতিয়ান্দহ বাজারে সবুজ চালকলের স্বত্বাধিকারী সবুজ মানী তার তিনটি গুদামে অবৈধভাবে প্রায় ৫০০ মেট্রিক টন ধান মজুত করে রেখে কৃত্রিম সংকট তৈরি করতে চেয়েছিলেন। এ অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আগামী তিনদিনের মধ্যে মজুত ধান বিক্রি করার আদেশ দেওয়া হয়। এসময় উপজেলা খাদ্য পরিদর্শক মোছা. রানী খাতুন উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান বলেন, অবৈধভাবে মজুত করা প্রতিটি গুদামে অভিযান চালানো হবে। কৃত্রিম সংকট তৈরিকারীদের ছাড় দেওয়া হবে না।

রেজাউল করিম রেজা/এমআরআর/জেআইএম