আগামী বছরের কোপা আমেরিকায় ব্রাজিল এবং আর্জেন্টিনা দুটি ভিন্ন গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। মঙ্গলবার ২০১৫ সালের কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত হয়। এবারের ড্র অনুযায়ী গ্রুপ পর্বে ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্ট কলাম্বিয়ার মুখোমুখি হবে।এই দুই দল গ্রুপ সি-তে আরো দুটি দল পেরু এবং ভেনিজুয়েলার সঙ্গেও লড়াইয়ে নামবে। অন্যদিকে গ্রুপ-বি’তে রয়েছে আর্জেন্টিনা, বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে, প্যারাগুয়ে এবং জ্যামাইকা। অপর গ্রুপ-এ’র দলগুলো হলো স্বাগতিক চিলি, মেক্সিকো, ইকুয়েডর এবং বলিভিয়া।আগামী ১১ জুন থেকে চিলির সানতিয়াগোতে ১২ দলের অংশগ্রহণে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় এই ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। বিশ্বকাপের স্বাগতিক ব্রাজিল কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছিল। এই ম্যাচটি অন্য একটি ঘটনার জন্য স্মরণীয় হয়ে আছে। ইনজুরি আক্রান্ত হয়ে দলের মূল খেলোয়াড় নেইমার ছিটকে পড়ার পরে সেমিফাইনালে জার্মানি স্বাগতিক ব্রাজিলকে নাস্তানাবুদ করেছিল।এদিকে বিশ্বকাপে ইতালিয়ান ডিফেন্ডার গিওর্গিও চিয়েলিনিকে কামড়ের দায়ে উরুগুয়ের হয়ে নয় ম্যাচ নিষিদ্ধ হওয়া বার্সেলোনার রেকর্ড ৭৫ মিলিয়ন ইউরোতে চুক্তিভূক্ত তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ কোপা আমেরিকায় খেলতে পারছেন না। উরুগুয়ে এবং প্যারাগুয়ের বিপক্ষে ২০১১ সালের কোপা আমেরিকায়ও গ্রুপ পর্বে আর্জেন্টিনা মাঠে নেমেছিল। মেক্সিকোর সাথে এবার আমন্ত্রিত হয়ে প্রথমবারের মতো কোপা আমেরিকায় জায়গা করে নিয়েছে জ্যামাইকা।রাউন্ড রবিন লিগের প্রথম পর্ব শেষে শীর্ষ দুটি দল নিয়ে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। এই ছয়টি দলের সাথে থাকবে গ্রুপের সেরা দুটি তৃতীয় স্থানে থাকা দল। আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।কোপা আমেরিকা ২০১৫ এর গ্রুপিং :গ্রুপ-এ : চিলি, মেক্সিকো, ইকুয়েডর, বলিভিয়াগ্রুপ-বি : আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, জ্যামাইকাগ্রুপ-সি : ব্রাজিল, কলাম্বিয়া, পেরু, ভেনিজুয়েলা