রায়হান আহমেদ তামীম
কিপ্টে বুড়োর গাছগুলোতে থোকা থোকা আম ছিল,নিত্য তাতে ভাগ বসানোবিচ্ছুগুলোর কাম ছিল।
জ্যৈষ্ঠমাসের দাবদাহে সেই আমগুলো বেশ পাকছিল,কিপ্টেবুড়ো সর্বদা তাইনজর তাতে রাখছিল।
যেই না হঠাৎ কিপ্টেবুড়োচেয়ারে বসে ঢুলছিল,তাই না দেখে বিচ্ছুগুলোখুশির আওয়াজ তুলছিল।
একটা বিচ্ছু চড়লো গাছেআমগুলো সে পাড়ছিল,বাদ বাকি সব বিচ্ছুগুলোরআম কুড়ানোর ভার ছিল।
ঘুম শেষে যেই কিপ্টেবুড়োহঠাৎ জেগে উঠছিল,তাই দেখে সেই বিচ্ছুগুলোভীষণ জোরে ছুটছিল।
আম হারিয়ে কিপ্টেবুড়োযা-তা বলে বকছিল,বিচ্ছুগুলো বলে তাদেরআমগুলোতে হক ছিল।
এসইউ/এএসএম