জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ এখন আমেরিকায়। মাকে নিয়ে প্রায় ১৫ দিনের জন্য লস অ্যাঞ্জেলেসের উদ্দেশে রোববার ঢাকা ত্যাগ করেন তিনি। যাওয়ার আগে গণমাধ্যমকে তিনি বলেন, এটা তার ব্যক্তিগত সফর। মাকে নিয়ে কিছুদিন বেড়াবেন সেখানে। আমেরিকা যাওয়ার আগে মুক্তি প্রতীক্ষিত ছবিগুলোর কাজ শেষ করে গেছেন নিপুণ। এর মধ্যে শাহ আলম কিরণ পরিচালিত ‘একাত্তরের মা জননী’ আগামী ১৯শে ডিসেম্বর ঢাকাসহ সারা দেশে মুক্তি পাবে। কথাসাহিত্যিক আনিসুল হকের ‘সাহসীনি’ উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের এ ছবিটি। মীর্জা আবদুল খালেক নিবেদিত এ ছবির নামভূমিকায় অভিনয় করেছেন নিপুণ। ছবিতে তার নায়ক কণ্ঠশিল্পী আগুন। এদিকে নিপুণ বর্তমানে যে সকল ছবির কাজ নিয়ে ব্যস্ত তার মধ্যে জি সরকার পরিচালিত ‘লাভ ২০১৪’, শান্তি চৌধুরী পরিচালিত ‘মায়ানগর’ উল্লেখযোগ্য। এছাড়া ফেরদৌস প্রযোজিত ‘এক কাপ চা’ ছবিতে অতিথি শিল্পী হিসেবে একটি গানে অভিনয় করেছেন রেকর্ডসংখ্যক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক আলমগীরের সঙ্গে।