বগুড়ায় তাঁত ও বস্ত্রমেলার লটারির টিকিট কিনতে গেলে বনি (২২) নামের এক তরুণকে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহরের কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
শহরের মালতিনগর পশ্চিমপাড়ার দন্ত চিকিৎসক আনিছুর রহমান বাবুর ছেলে নিহত বনি ।
কলোনির কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে চলমান মাসব্যাপী তাঁত ও বস্ত্রমেলায় লটারির টিকিট শহরের বিভিন্ন পয়েন্টে বিক্রি করা হচ্ছে।
কলোনি বটতলা এলাকায় তাজ ফার্মেসির সামনে চেয়ার-টেবিল নিয়ে বসে টিকিট বিক্রি করছিল কয়েকজন যুবক। বনি সেখানে টিকিট কিনে তাদের টেবিলের সামনে থাকা বক্সে ফেলার সময় টিকিট বিক্রেতা এক যুবকের সঙ্গে কথাকাটাকাটি হয়। এ নিয়ে বিক্রেতা যুবকেরা এক হয়ে বনিকে মারধরের একপর্যায়ে তার মাথায় ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন বনিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই হামলাকারীদের তথ্য সংগ্রহ করে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে বলেও জানান তিনি।
এমএইচআর