গোপালগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (৪ জুন) রাত সোয়া ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জের বেদগ্রামের মৃত কানছু চৌধুরীর ছেলে মজনু চৌধুরী ও মৃত ছরো মোল্লার ছেলে জাকির মোল্লা। গুরুতর আহত হয়েছেন মৃত চিত্ত বিশ্বাসের ছেলে শিবু বিশ্বাস।
জানা গেছে, রাত সোয়া ৯টায় রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী ৩ জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত ও অপর একজন গুরতর আহত হন। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। আহতকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছে।
হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার মো. আরিফুল হক।
এফএ/এমএস