ইশতিয়াক আহমেদের কথায় তানভীর তারেকের কণ্ঠে প্রকাশ পেল নতুন গান। গানের শিরোনাম ‘কী লাভ বলো’। গানটি সম্প্রতি অবমুক্ত লোকাল ট্রেন ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই।
গানটি প্রসঙ্গে ইশতিয়াক আহমেদ বলেন, ‘তানভীর ভাইয়ের সঙ্গে আগেও বেশ কিছু কাজ করেছি। লোকাল ট্রেন চ্যানেলটির জন্য তার একক গান এটিই প্রথম। তার সুরে নিয়মিত কিছু গান প্রকাশের কথাও চলছে আমাদের।’
গানটি প্রকাশ হয়েছে দারুণ গল্পের এক মিউজিক ভিডিওতে। এতে মডেল হিসেবে কাজ করেছেন পূর্ণিমা বৃষ্টি।
গানটি প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘নাটক নির্মাণ, কথা সাহিত্য, গীতিকবিতা সবকিছু মিলিয়েই ইশতিয়াকের প্রতি আলাদা এক মুগ্ধতা আমার রয়েছে। একসাথে আমরা বেশকিছু কাজ করেছি। ইউটিউব চ্যানেল লোকাল ট্রেনে নিয়মিত কিছু কাজ করার ইচ্ছে আছে।
এই গানটি আমার আগের কম্পোজিশন থেকে খানিক আলাদা করে তৈরি করার চেষ্টা করেছি। শ্রোতাদের ভাল লাগবে সেই প্রত্যাশা থেকেই তো প্রতিনিয়ত কাজ করি। তবে নিজের সুরের মৌলিকত্বে কখনও ছাড় দিইনি। একাজটিও তেমনই যত্নের।’
এলএ/জেআইএম