সুনামগঞ্জের শাল্লায় বজ্রপাতে রাদিকা চন্দ্র দাস (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুন) সকালে উপজেলার চাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাদিকা চন্দ্র ওই গ্রামের রাকেশ চন্দ্র দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে শাল্লা উপজেলার চাকুয়া গ্রামে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন রাদিকা। এ সময় ভারি বৃষ্টি শুরু হয়। নিরাপদ স্থানে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জাগো নিউজকে বজ্রপাতে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
লিপসন আহমেদ/এসজে/এমএস