দেশজুড়ে

সিলেটে টিকটক ভিডিও তৈরি করায় কলেজছাত্র বহিষ্কার

বিজ্ঞপ্তি দিয়ে নিষিদ্ধ করার পরও সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজ ক্যাম্পাসে টিকটক ভিডিও তৈরির অভিযোগে আরেক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এরআগে পরীক্ষা চলাকালে টিকটক ভিডিও তৈরি করায় তিন ছাত্রকে বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ।

রোববার (৫ জুন) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মানিক মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থী হলেন- কলেজের একাদশ শ্রেণির ইব্রাহিম আলী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের সেপ্টেম্বর থেকে বিশ্বনাথ সরকারি কলেজ ক্যাম্পাসে টিকটক ভিডিওসহ যে কোনো ধরনের ভিডিও ধারণ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি কলেজের বিভিন্ন স্থানে সতর্কীকরণ নোটিশ এখানো টানানো আছে। এরপরও মো. ইব্রাহিম আলী ক্যাম্পাসে টিকটক ভিডিও ধারণ করে। এ অপরাধে একাদশ শ্রেণির ছাত্র মো. ইব্রাহিম আলীকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত ৩০ মে কলেজে পরীক্ষার হলে টিকটক ভিডিও ধারণ করার অভিযোগে আরও তিন ছাত্রকে বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ।

সে সময় বহিষ্কৃতরা হলেন- কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাকের হাসান, মো. রায়হান আহমদ ও ইফতি আজাদ মিছবাহ।

ছামির মাহমুদ/আরএইচ/জিকেএস