দেশজুড়ে

হবিগঞ্জে অতিরিক্ত দামে চাল বিক্রি, প্রতিষ্ঠানের জরিমানা

হবিগঞ্জে অতিরিক্ত দামে চাল বিক্রি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ জুন) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালন দেবানন্দ সিনহা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শহরের চৌধুরী বাজারে সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় ওজনে কম দেওয়া ও লাইসেন্স না থাকায় মেসার্স শুভ ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্যতালিকা না থাকা ও অতিরিক্ত দামে চাল বিক্রি করায় মেসার্স রিপন এন্টারপ্রাইজকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমআরআর/এএসএম