দেশজুড়ে

দুই সপ্তাহেও খোঁজ মেলেনি ইজিবাইকচালক শিমুলের

সাতক্ষীরায় দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন ইজিবাইকচালক আরিফুজ্জামান শিমুল (২২)। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হলেও এখনো তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

নিখোঁজ শিমুল সদর থানার উত্তর রাজারবাগান গ্রামের হোসেন আলী গাজীর ছেলে।

শিমুলের বাবা হোসেন গাজী জানান, গত ২৪ মে সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন তার ছেলে। এরপর শিমুল আর বাড়িতে ফেরেননি। এমনকী তার ব্যবহৃত ফোন নম্বরটিও বন্ধ। অনেক খোঁজাখুঁজির পরে এখনো সন্ধান মেলেনি শিমুলের।

ওইদিন শিমুল নীল রঙের জিন্স প্যান্ট ও সবুজ রঙের ফুলহাতা শার্ট পরা ছিলেন। এছাড়া তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বাকার, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি বলে জানান হোসেন গাজী।

অশ্রুসিক্ত কণ্ঠে নিখোঁজের বাবা বলেন, আমার দুই ছেলে। বড় ছেলে মালয়েশিয়ায় থাকে। ছোট ছেলে শিমুলই এখন আমাদের সব। আমার বয়স হয়েছে। আগের মতো কাজ করতে পারি না। আমার ছেলের উপার্জিত অর্থ দিয়ে ভালোই চলছিল সংসার। ছেলেটি নিখোঁজ হওয়ায় সংসারের বেহাল অবস্থা। ছেলে নিখোঁজের পর থেকে আমরা আতঙ্কে আছি। সাতক্ষীরা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলাম। ঘটনার ১৪ দিনেও সন্ধান মেলেনি আমার ছেলের।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী বলেন, ইজিবাইকচালকের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আহসানুর রহমান রাজীব/এমআরআর/জেআইএম