দেশজুড়ে

নিষেধাজ্ঞায় সমুদ্রে মাছ শিকার, জরিমানা দিয়ে ছাড়া পেলেন ১০ জেলে

নিষেধাজ্ঞা চলাকালে সমুদ্রে মাছ ধরার অপরাধে পটুয়াখালীর কুয়াকাটার ১০ জেলেকে ৭৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ জুন) বিকেলে কলাপাড়া ও রাঙ্গাবালীর বিভিন্ন চ্যানেল থেকে জাল ও মাছসহ তাদের আটক করে নৌপুলিশ। দিনগত রাত ২টার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায়ের পর তাদের ছেড়ে দেন।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সমুদ্রে অভিযান চালিয়ে মাছ ধরার ট্রলার থেকে ১০ জেলেকে আটক করে নিয়ে আসি। পরবর্তীতে মৎস্য কর্মকর্তা ভ্রাম্যমাণ পরিচালনার মাধ্যমে ৭৪ হাজার টাকা জরিমানা আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হয়। জব্দ মাছগুলো এতিমখানায় বিতরণ এবং জালগুলো মুচলেকা রেখে ট্রলার মালিকদের জিম্মায় দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জাগো নিউজকে বলেন, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত গভীর সমুদ্রে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সরকারি এ আইন বাস্তবায়নে আমরা সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছি। যাদের জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে তাদের পরবর্তীতে পেলে আরও কঠোর শাস্তি দেওয়া হবে।

আসাদুজ্জামান মিরাজ/এসজে/জেআইএম