দেশজুড়ে

হবিগঞ্জে দুই এসিল্যান্ডের নম্বর ক্লোন করে টাকা দাবি

হবিগঞ্জ সদর ও আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মোবাইল নম্বর ক্লোন করে কর্মচারীদের কাছে টাকা চেয়েছে প্রতারক চক্র। মঙ্গলবার (৭ জুন) রাতে বিষয়টি জেনে কর্মকর্তারা দাপ্তরিক ফেসবুক পেজে সবাইকে সতর্ক করে পোস্ট করেন। সেখানে সহকারী কমিশনার পরিচয়ধারী কাউকে টাকা দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা বলেন, আমার নম্বর ক্লোন করে কয়েকজনের কাছে টাকা চায় প্রতারক চক্র। আমার ভাই অসুস্থ টাকা প্রয়োজন বলে টাকা চান তারা। দুষ্কৃতিকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমার অফিসিয়াল (সরকারি) নম্বর ক্লোন করে সিলেটে ট্রেনিংয়ে থাকা দুজন সার্টিফিকেট সহকারীর কাছে টাকা চায় প্রতারক চক্র। বিষয়টি তারা আমাকে জানালে তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে সতর্ক করেছি। যেন কেউ লেনদেন না করেন। আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও অবগত করেছি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জিকেএস