নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. নয়ন (১৩) নামের এক কিশোর পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে।
এ ঘটনায় বুধবার (৮ জুন) রাতে নয়নের বাবা নুর মোহাম্মদ সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। জিডি নম্বর ৩১০।
শুক্রবার (৩ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী মধ্যপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় কিশোর নয়ন।
নয়ন ভোলার লালমোহন থানার চরটিটিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
জিডি সূত্রে জানা যায়, পাইনাদী মধ্যপাড়া এলাকার সাবেক কাউন্সিলর আব্দুর রহিমের বাড়ি সংলগ্ন আশিকের পানির মোটর ও ফ্যান মেরামতের দোকানে কাজ করতো নয়ন। শনিবার (৪ জুন) সকালে দোকানমালিক আশিক নয়নের মা নুপুর বেগমকে ফোন দিয়ে বলেন, আপনার ছেলে নয়নকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সংবাদ পেয়ে মা নুপুর বেগম ও বাবা নুর মোহাম্মদ গ্রামের বাড়ি থেকে ছেলেকে খুঁজতে আসেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, এ ঘটনায় ওই কিশোরের বাবা জিডি করেছেন। তার খোঁজ পেতে আমাদের চেষ্টা চলছে।
নয়নের গায়ের রং ফর্সা। উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি। কেউ তার সন্ধান পেয়ে থাকলে সিদ্ধিরগঞ্জ থানার ০১৩১০-৪৪৬৭৩০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
রাশেদুল ইসলাম রাজু/এসআর/জিকেএস