লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধভাবে চিংড়ির পোনা পরিবহনের দায়ে দুজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৩ ড্রাম পোনা জব্দ করা হয়েছে।
সোমবার (৯ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী অভিযান চালিয়ে এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার রঘুনাথপুর গ্রামের বদিউল আলমের ছেলে মো. বাবর ও বড়খেরী গ্রামের মাহে আলমের ছেলে মো. আপন। তারা পিকআপ ভ্যানের চালক ও শ্রমিক।
আদালত সূত্র জানায়, সকালে উপজেলার আলেকজান্ডার ইউনিয়ন থেকে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ১৩ ড্রাম চিংড়ির পোনাসহ দুজনকে আটক করে। তারা উপজেলার মেঘনা এলাকা থেকে ড্রাম ভর্তি পোনা নিয়ে পিকআপযোগে অন্যত্র যাচ্ছিলেন। পরে চিংড়ির পোনা আহরণ ও পরিবহনের অপরাধে দুজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ বিষয়ে এস এম শান্তুনু চৌধুরী বলেন, চিংড়ির পোনা আহরণ ও পরিবহনের দায়ে তাদের আটকের পর মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
কাজল কায়েস/আরএইচ/জেআইএম