দেশজুড়ে

ঈশ্বরদীর দুই চালকল মালিককে ৮০ হাজার টাকা জরিমানা

জনপ্রিয় ব্র্যান্ডের নাম দিয়ে চাল বিক্রির দায়ে পাবনার ঈশ্বরদীর দুটি চালকল মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ২টায় উপজেলার দাশুড়িয়া ও মুনসিদপুর অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক জহিুরুল ইসলাম।

কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মিনিকেট চাল, বাজারের সেরা স্পেশাল চাল, দিনাজপুরের দেশ সেরা চালসহ বিভিন্ন নামে নিজেদের প্রতিষ্ঠানের চাল প্যাকেটজাত করে বিক্রি করে আসছে মল্লিক অটো রাইস মিল ও রোজ এগ্রো ফুড। এ অপরাধে মল্লিক অটো রাইস মিলের স্বত্বাধিকারী আসলাম হোসেন মল্লিককে ৪০ হাজার টাকা ও রোজ এগ্রো ফুডের স্বত্বাধিকারী আক্তার হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ঈশ্বরদী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শরিফুল ইসলাম ও উপজেলা নিরাপদ খাদ্য পরির্দশক সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এসআর/এমএস