দেশজুড়ে

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক খুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শরীফুল ইসলাম (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। ঘটনার পর ছিনতাইকারী শাহ আলমকে (৪৫) গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৯ জুন) রাতে উপজেলার হাতকোপা মেন্দিভিটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফুল ইসলাম চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের চতন্তর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ছিনতাইকারী শাহ আলম সোনারগাঁ পৌরসভার অনন্ত মুছা এলাকার নজরুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানান, সোনারগাঁ পৌর এলাকার হাতকোপা মেন্দিভিটা এলাকায় ঐতিহাসিক গ্রান্ডট্যাঙ্ক রোডের পাশে আয়েশা আমজাদ ক্লিনিকের সামনে রাতে শরীফের মোবাইলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ছিনতাইকারী শাহ আলম। এ সময় শরীফুল তার মোবাইল না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

স্থানীয় লোকজন এগিয়ে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শরীফুল মারা যান। ঘটনার পর এলাকাবাসী ছিনতাইকারী শাহ আলমকে ধাওয়া করে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, শরীফুল ইসলাম নামের এক যুবককে গলায় ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ছিনতাইকারী শাহ আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/জিকেএস