দেশজুড়ে

নারায়ণগঞ্জে যুবদল নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা রশিদুর রহমান রশুকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

শুক্রবার (১০ জুন) রাতে শহরের মাসদাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রশিদুর বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের ভাগ্নে।

তৈমূল আলম জাগো নিউজকে বলেন, রাতে বাসার কাছ থেকে পুলিশ তার ভাগ্নেকে ধরে নিয়ে গেছে। কী কারণে তাকে তুলে নেওয়া হয়েছে, তা তাদের জানা নেই।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক দিপু বলেন, গ্রেফতার রশিদুর নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

মোবাশ্বির শ্রাবণ/এমকেআর