ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুন) দুপুরে ঘণ্টাব্যাপী বিসিএস সাধারণ শিক্ষক সমিতি লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ শাখার ব্যানারে শিক্ষকরা এ কর্মসূচি পালন করেন। প্রতিষ্ঠানের সামনেই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এসময় বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন, সহযোগী অধ্যাপক মো. আবুল হোসেন, সহকারী অধ্যাপক মো. ইউসুফ ও সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন খালেদসহ কলেজে কর্মরত শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শিক্ষকরা কর্মস্থলে নিজেদের জীবনের নিরাপত্তা দাবি করে বলেন, গফরগাঁও সরকারি কলেজে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও কটূক্তি ন্যক্কারজনক ঘটনা। এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপের জোর দাবি জানাই।
গত ৮ জুন ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে অনার্স ও এইচএসসি পরীক্ষার্থীদের ফরম ফি’কে কেন্দ্র করে হামলা ও ভাঙচুর করে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে সন্ত্রাসীরা।
কাজল কায়েস/আরএইচ/জেআইএম