দেশজুড়ে

ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৪ শিক্ষিকা লাঞ্ছিত

কিশোরগঞ্জের করিমগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হাতে চার শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার (১৩ জুন) বেলা ১১টার দিকে পরীক্ষা বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেছে জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশ বলেছে অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার দুপুরে করিমগঞ্জের কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ে প্রাক নির্বাচনী ও দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছিল। এ সময় শ্রেণিকক্ষে প্রবেশ করে দুই ছাত্রীর ছবি তোলার চেষ্টা করে চার যুবক। এ সময় বিদ্যালয়ের শিক্ষিকা শাহনাজ পারভীন ছেলেদের স্কুল থেকে বের করে দেন।

স্কুল ছুটির পর অটোরিকশা দিয়ে বাড়ি ফিরছিলেন শাহনাজ পারভীনসহ চার শিক্ষিকা। পথে স্থানীয় দেওয়ানগঞ্জ বাজারের কাছে দুই যুবক অটোরিকশাটি আটকে শিক্ষিকাদের লাঞ্ছিত করেন। তারা শিক্ষিকাদের গায়ে ময়লা ছিটিয়ে দিয়ে পালিয়ে যান।

এ ঘটনার প্রতিবাদে সোমবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা বন্ধ রেখে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা।

জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জাগো নিউজকে বলেন, বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটিকে জানানো হয়েছে। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

ঘটনার খবর পেয়ে রোববার জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ে যান করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু, পুলিশের করিমগঞ্জ সার্কেলের এএসপি ইফতেখারুল ইসলাম, করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম সিদ্দিকী, কাদিরজঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ উদ্দিনসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা।

ওসি শামসুল আলম জাগো নিউজকে বলেন, বিষয়টি গতকালের হলেও প্রধান শিক্ষক ঘটনাটি পুলিশকে জানায়নি। আমরা আজ খবর পেয়ে এখানে এসেছি। এখনো মামলার এজাহার পাইনি। অভিযোগ পেলে মামলা রুজু হবে। তবে অপরাধীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

নূর মোহাম্মদ/এসজে/এএসএম